বিনা টিকিটে ট্রেন ভ্রমণ : ৪শ’ যাত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

বিনা টিকিটে ভ্রমণের দায়ে তিনটি যাত্রীবাহী ট্রেনে ৪শ’ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। আদায়কৃত এ অর্থের পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

যাত্রীবাহী ট্রেনগুলো হলো- রাজশাহী-ঢাকা-রাজশাহী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩-৭৫৪), খুলনা-ঢাকা-খুলনা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩-৭৬৪) ও সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫-৭৭৬)।

রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুরদার জানান, অভিযানের নেতৃত্বে ছিলেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ঈশ্বরদী রেলওয়ে জংশনের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আকরামুল ইসলাম, আরাফাত হোসেন, মকলেছুর রহমান সাগর, মাবুদ ইসলাম ও সেলিম রেজা।

তিনি আরও বলেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে তিনটি ট্রেনের ৪শ’ যাত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাড়া বাবদ ১ লাখ টাকা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলাউদ্দিন আহমেদ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।