চট্টগ্রামে মার্কেট ও বরফকলে বাজার মনিটরিং টিমের অভিযান
মহানগরীর আগ্রাবাদের চৌমুহুনী এলাকায় কর্ণফুলি মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। সোমবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইর মাঠ কর্মকর্তা দীপংকর কুমার দত্ত, ক্যাব প্রতিনিধি রুখসানা আক্তার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিএসটিআই’র অনুমোদনহীন প্ল্যান্ট ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা মাড়াইকরণ এবং খোলা বাজারে হলুদ, মরিচ, ধনিয়া ও অন্যান্য মসলাজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রি করার দায়ে মেসার্স আল আমিন মসল্লা ফ্যাক্টরি ও মেসার্স হানিফ স্টোরকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানকালে মুদি বাজার, কাঁচা বাজার, মাছ-মাংস-মুরগীর বাজারসহ পুরো মার্কেট এলাকায় বিক্রেতাদের মূল্যতালিকা সংরক্ষণ, সঠিক ওজন যন্ত্র ব্যবহার, পাকা রশিদ সংরক্ষণ, ভেজাল ও বি এসটিআইর মানবিহীন পণ্য বিক্রি না করা প্রভৃতি বিষয়ে সতর্ক করা হয়েছে। এ সময় মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে যথাযথ মান নিয়ন্ত্রণ না করে বরফ উৎপাদন ও বিক্রির দায়ে স্টার আইস ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগ্রাবাদের কর্ণফুলি মার্কেটের পিছনে ফ্যাক্টরিটি পরিদর্শনকালে দেখা যায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার না করেই নোংরা পানি দিয়ে বরফ উৎপাদন করা হচ্ছে। বরফ তৈরির জন্য স্টেইনলেস স্টিলের পরিবর্তে টিনের তৈরি ট্রে/ক্যান ব্যবহার করায় সেগুলোতে মরিচা পড়েছে। এছাড়া স্যানিটিশেন ও ডাক্তারি সনদ ছাড়াই কর্মীরা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করছে। নেই জীবাণুনাশক প্রক্রিয়া এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কোনো সিস্টেম। বরফ উৎপাদনস্থলের সাইড ওয়াল ও সিলিং অপরিষ্কার ও মাকড়সার জালে পরিপূর্ণ। এরকম পরিস্থিতিতে উৎপাদিত বরফ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব বিবেচনায় কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং আগামী ৪৫ দিনের মধ্যে যথাযথভাবে কারখানার মান উন্নত করার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ নির্দেশনা পালনে ব্যর্থ হলে পরবর্তীতে ফ্যাক্টরির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করা হবে মর্মে মালিকের প্রতিনিধি মুচলেকা দেন।
এমএমজেড/এমএস