এক বস্তা নকল উদ্ধার, ১৬ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ মে ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইংরেজী পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক জানান, বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ইংরেজী পরীক্ষা চলছিল। পরীক্ষার কক্ষে প্রবেশ করেই দেখতে পাই অসদুপায় অবলম্বনের মহোৎসব চলছে। এ সময় এক বস্তা নকল ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।