টাঙ্গাইলে যুবদল নেতা টুকুর কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৪ জুন ২০১৮

টাঙ্গাইল জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা এসে সমবেত হয়। পরে টুকুর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। পুলিশি বাধায় পড়ে পৌর উদ্যানে পথসভার আয়োজন করে ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুকুর কুশপুত্তলিকা দাহ করে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চলতি মাসের ১ জুন টাঙ্গাইল জেলা যুবদলের ৮১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি জানাজানি হলে বিক্ষুব্ধ হয় পদবঞ্চিত নেতাকর্মীরা।

টাঙ্গাইল যুবদলের কমিটি অনুমোদন দেয় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।