ঈদ কেনাকাটার সময় শিশু অপহরণ, ২ দিনেও উদ্ধার হয়নি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় অপহৃত আড়াই বছরের শিশু নুসরাত জাহান দুই দিনেও উদ্ধার হয়নি। তবে পুলিশ বলছে অপহরণকারীকে চিহ্নিত করা গেছে।
গত শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় আড়াই বছরের শিশু নুসরাত জাহান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে অপহৃত হয়। শিশু নুসরাত জাহান অপহরণের দুই দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নুসরাতের মা নাহিদা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, আড়াই বছরের সন্তান নুসরাত জাহানকে নিয়ে ঈদের কেনাকাটায় করতে যায় মা নাহিদা আক্তার। সঙ্গে ছিলেন নাহিদার মা এবং তার বড় ভাইয়ের স্ত্রী। একপর্যায়ে শিশু নুসরাতকে রেখে মা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। সে সুযোগ আগে থেকে পিছু নেয়া এক নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। সন্তানকে হারিয়ে মেয়েটির মা-বাবা পাগলপ্রায়।
নুসরাতের বাবা আখিনুর ইসলাম জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরে নুসরাতকে নিয়ে তার স্ত্রী নাহিদা আক্তার, শাশুড়ি ও ভাইয়ের স্ত্রী ঈদের কেনাকাটা করতে রানীগঞ্জ বাজারে যান।
বাজারের সাজু গার্মেন্টেসে কেনাকাটা করছিলেন তারা। নাহিদা তার মেয়েকে হাত ধরেই ছিলেন। প্রচণ্ড গরমে কষ্ট পাওয়ায় নাহিদাকে মেয়ের হাত ছেড়ে দিতে বলেন এক নারী। এতে কর্ণপাত করেননি নাহিদা। পরে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে মেয়ের হাত ছেড়ে দেন তিনি। এ সময় অজ্ঞাত এক নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। সেই দৃশ্য সেখানকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তুু সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অপহৃত নুসরাতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা অপহরণকারীর অবস্থান চিহ্নিত করতে পেরেছি। অল্প সময়েম মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি