দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
দিনাজপুরের সদর ও হাকিমপুর উপজেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাতে সদর ও হাকিমপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, রাতে সদরের গোদাগাড়িতে দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি দেশীয় অস্ত্র, ৫টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লুৎফর রহমান(৪২) সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দানীহার গ্রামের এনামুলের ছেলে।
হাকিমপুর থানা পুলিশের ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার ক্যাম্পপট্টি এলাকায় আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার তিন সহযোগী ব্যবসায়ী খোকন, আরজু ও বাবুর নাম জানায় আলাউদ্দিন। তার দেয়া তথ্যমতে, পলাতক আসামিদের গ্রেফতার ও মাদক উদ্ধারের লক্ষ্যে রাত ২টার দিকে আলাউদ্দিনকে নিয়ে হিলির পুরনো পৌরসভা ভবন এলাকায় অভিযানে যায় পুলিশ।
এ সময় সেখানে ওঁৎপেতে থাকা তার সহযোগীসহ অজ্ঞাত কয়েকজন মাদক চোরাকারবারি পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ সময় তাদের ছোড়া গুলিতে আলাউদ্দিনের বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। একই সময় দুই পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্য ও আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আলাউদ্দিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও ২৫০ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। গুলিবিদ্ধ আলাউদ্দিন আহম্মেদ হিলির দক্ষিণ বাসুদেব পুরের ক্যাম্প পট্টি এলাকার আফতাব আলী মণ্ডলের ছেলে।
এমদাদুল হক মিলন/এএম/এমএস