নরসিংদীর পাসপোর্ট অফিসের ২ দালাল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৬ জুন ২০১৮

নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান চালিয়ে দুই দালালকে আটকের পর সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোবায়েত হায়াৎ শিপলু এবং শাহাআলম আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর আশপাশের সংশ্লিষ্ট দোকানে এ অভিযান চলানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মের্সাস মা টেলিকমের মালিক দালাল নাজমুল ইসলাম ও নজরুল ইসলাম।

পরে তাদেরকে যথাক্রমে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম জানান, দীর্ঘদিন ধরেই পাসপোর্ট সংশ্লিষ্ট খাতে জেলা প্রশাসনের নজরদারী বিদ্যমান। সম্প্রতি পাসপোর্ট অফিস ও এর বাইরের দালালদের খপ্পরে পড়ছিল সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে উল্লেখিত দুই দালালকে আটক ও প্রয়োজনীয় সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। চলমান এ প্রক্রিয়া অব্যহত থাকবে।

সঞ্জিত সাহা/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।