কালিহাতীতে দু’ট্রাকের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৭ জুন ২০১৮
ছবি-প্রতীকী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর-এ-আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা চালভর্তি একটি ট্রাক কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ক্যারেট ভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আমের খালি ক্যারেট ভর্তি ট্রাকের চালককে মৃত ঘোষণা করেন। উভয় ট্রাকের আহত ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।