সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রবাসীর স্ত্রী
টাঙ্গাইলে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদরের গড়াসিন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকার সিঙ্গাপুর প্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী বৃষ্টি আক্তার (২৩) ও তার তিন বছরের ছেলে।
স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সঙ্গে তার স্বামীর বাড়ির লোকজনের কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে বৃষ্টি আক্তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে রাগ করে বাবার বাড়ি পাশের এলাকা গড়াসিনে চলে যান। পরে সেখান থেকে ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বৃষ্টি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল (ঘারিন্দা) রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবার নিয়ে গেছে।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম