মির্জাপুরে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৮ জুন ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুমসহ মাদক বিক্রি, সেবন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মির্জাপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুম (৪৪), বাইমহাটি গ্রামের মৃত মওলানা আব্দুল অদুদের নাতি ইমন মিয়া (২৮), সদরের ইউনিয়ন পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব (২৬), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিঅ্যান্ডবি কলোনীর আলাউদ্দিনের ছেলে আল আমিন (১৯), পাহাড়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্বাস মিয়া (৪২), সরিষাদাইড় গ্রামের জগেন্দ্র নাথের ছেলে জগদীস (৫০), বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মিজান (৩৮), মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের বদর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫) ও গোড়াই ক্যাডেট কলেজ এলাকার এনামুল হকের ছেলে মাসুদ মিয়া (২৫)।

এদের মধ্যে কাউন্সিলর মাসুম, মাসুদ, আব্বাস, মজনু, হাবিব, রানা ও আল আমিন পুলিশের তালিকাভুক্ত আসামি।

মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেফতাররা মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এস এম এরশাদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।