ইয়াবার প্যাকেট ছিঁড়ে ফেলায় শিশুকে লাথি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১০ জুন ২০১৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইয়াবার ট্যাবলেটের প্যাকেট ছিঁড়ে ফেলায় ৫ বছরের শিশুকে মারধর করেছে ইয়াবা ব্যবসায়ী। আহত শিশুটিকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশু নাঈম (৫) মাইজবাড়ি গ্রামের ওয়াসিমের ছেলে। ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত ময়নাল হক তালুকদার মাখনের ছেলে ও ইয়াবা ব্যবসায়ী শিথিল তালুকদার।

স্থানীয়রা জানায়, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের ওয়াসিমের ৫ বছরের শিশুটি মাইজবাড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন স্থানে খেলতে যায়। এ সময় শিশুটি একটি পরিত্যক্ত প্যাকেট দেখতে পেয়ে হাতে নেয়। প্যাকেটের ভেতরে খেলনা ভেবে ছিঁড়ে ফেলে সে। এতে প্যাকেটের ভেতরে থাকা ইয়াবাগুলো মাটিতে পড়ে যায়।

এ সময় একই গ্রামের মৃত মাখন তালুকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী ইয়াবা নষ্ট হওয়ায় শিশুটিকে মারধর করে। একপর্যায়ে শিশুটিকে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিশুটির দাদি ও স্থানীয় ইউপি সদস্য এসএম রাসেল কাদের তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশু নাঈমের দাদি রোমেছা বেগম জানান, ছোট শিশু। প্যাকেটে কী আছে না আছে সেটা কীভাবে বুঝবে। খেলার সময় প্যাকেট ছিঁড়ে ফেলেছে। প্যাকেটের ভেতর নাকি ইয়াবা বড়ি ছিল। সেগুলো মাটিতে পড়ে যায়। এতে নাতিকে মারধর ও লাথি মেরেছে ইয়াবা ব্যবসায়ী শিথিল তালুকদার।

নাম প্রকাশে অনিচ্ছুক মাইজবাড়ি গ্রামের কয়েকজন জানান, শিথিল তালুকদার এলাকার প্রভাবশালী ব্যক্তি। একসময় সেনাবাহিনীতে চাকরি করতো। বছর খানেক আগে তাকে সেনাবাহিনী থেকে মাদকসেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়। এখন ইয়াবা সেবন ও ব্যবসা করছে শিথিল।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবা সুলতানা জানান, মারধর করার কারণে ভয়ে শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাকে শিশু ওয়ার্ডে ৩ নং বেডে ভর্তি করা হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।

এ প্রসঙ্গে ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালাম মিয়া জানান, শিশুটিকে মারধরের কথা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।