৪০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ জুন ২০১৮

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. রকিবুল ইসলাম রকি (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক রকিবুল দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার গাইবান্ধা মোড়স্থ দিনাজপুর-বগুড়াগামী মহসড়কের উত্তর পার্শ্বে জহুরুল স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি দল গোপণ সংবাদের ভিক্তিতে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়স্থ দিনাজপুর-বগুড়াগামী মহসড়কের উত্তর পার্শ্বে জহুরুল স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. রকিবুল ইসলাম রকিকে আটক করে। এ সময় মোবাইল, ২টি সিমকার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৫৫৪ টাকা উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকাদার নাজমুছ সাকিব জানান, আটক মো. রকিবুল ইসলাম রকিকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।