ঈদ মেলায় নাগরদোলা ভেঙে পড়ে আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৭ জুন ২০১৮

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে নাগরদোলা ভেঙে পড়ে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ঈদ আনন্দ মেলায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চিরিরবন্দর উপজেলার আন্দারমোহা গ্রামের হবিবর রহমানের দুই মেয়ে হাবিবা আক্তার (১১) ও হোমায়রা আক্তার হাসি (৬), সদর উপজেলার পুলহাট এলাকার সাহিজার রহমানের স্ত্রী আরজিনা আক্তার সাথী (২০), গোলাম ফারুকের মেয়ে ফারিহা আক্তার নোভা (৯) ও একই এলাকার মনসুর আলীর মেয়ে ইয়াসমিন আক্তারকে (১৬) দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত করে ঘটনার মূল কারণ জানা যাবে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।