‘শেখ হাসিনার সরকার মানেই শিক্ষা বান্ধব সরকার’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মানেই শিক্ষা বান্ধব সরকার। এই সরকার শিক্ষার মান উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে তা অতীতের কোনো সরকার করেনি। যদি করত তাহলে আজকে আমাদের রাশিয়ার সহযোগিতায় স্যাটেলাইট উৎক্ষেপন করতে হতো না। আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই বাংলাদেশের পতাকাবাহী স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ নিজেরাই উৎক্ষেপন করতে পারত।
বৃহস্পতিবার সকাল ১০টা আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক ড,আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। এতে আরও বক্তব্য রাখেন- সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা মো. আব্দুল মোতালেত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, যুগ্ম সম্পাদক এটিএম মো. মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে বোচাগঞ্জ উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ২ জন অসুস্থ ছাত্রকে হুইল চেয়ার বিতরণ করেন এমপি খালিদ মাহমুদ চৌধুরী।
এমদাদুল হক মিলন/আরএ/জেআইএম