শ্রীপুরের ওই বাড়িতে অভিযান সমাপ্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৪ জুন ২০১৮

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একটি দোতলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এসময় তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা উদ্ধার করা হয় বলে বাড়ির মালিক জানায়। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ওই ৪টি বোমা নিষ্ক্রিয় করে। পরে বেলা পৌনে তিনটার দিকে ওই বাড়ির অভিযান সমাপ্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এঘটনায় আটক আব্দুর রহমান (৩০) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জাকিয়াপাড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। অপরদিকে, ওই বাড়িতে স্ত্রী পরিচয়ে থাকা শামসুন্নাহারকে (২৮) শ্রীপুর থানা পুলিশ আটক করে নিয়ে যায়। শামসুন্নাহার একই উপজেলার কালীগঞ্জ গ্রামের মো. ফজলুল হকের মেয়ে।

বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশের হাবিলদার রফিকুল ইসলাম জানান, রোববার ভোর আনুমানিক ৪টায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে তার মুঠোফোনে ফোন দিয়ে বাসার নিচে নামতে বলেন। নিচে আসলে বাসার নিচ তলার ঘর তল্লাশি করার কথা বলে তাকে বাসায় (উপরে দোতলায়) চলে যেতে বলেন। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি শেষে ভোর ৫টায় আবার তাকে বাসা থেকে ডেকে নিয়ে নিচ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানকে আটক করার কথা জানায় এবং তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা পাওয়ার কথা জানিয়ে তকে নিয়ে বের হয়ে যায়। তবে পুলিশ তাকে একটি পিস্তল দেখিয়েছে এবং বোমাগুলো ভাড়াটিয়ার ঘরের ভেতর রেখে গেছেন বলে জানান। ঢাকা থেকে একদল পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করবেন বলেও পুলিশের ওই কর্মকর্তা তাকে বলেন।

তিনি আরও জানান, পেশায় প্রাইভেটকার চালক আব্দুর রহমান স্ত্রী পরিচয়ে শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে সাড়ে তিন হাজার টাকায় তার নিচ তলার একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে। তবে স্থানীয় কোন রেন্ট-এ কার থেকে এবং কার প্রাইভেটকার ভাড়া নিয়ে চালাতো তা তিনি জানাতে পারেননি।

Sreepur-house-1

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট পরিদর্শক মুমিন খান, বোম ডিসপোজাল ইউনিটের অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে কার্যক্রম শুরু করে।

এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে আসেন।

পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ওই এলাকার লাইনের বিদ্যুৎ সরবরাহ্ বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিতে দেয়। বেলা দুইটা দিকে প্রথম একটি বোমা ও পর্যায়ক্রমে আরও ৩টিসহ মোট ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করা হয়। বেলা পৌনে তিনটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে অভিযানে থাকা বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারা গাজীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা শুধু তাদের সহায়তা করতে এসেছি। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানেন না বলে তিনি জানান।

শিহাব খান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।