হিলিতে ১৪ মাদক ব্যবসায়ীকে মুচলেকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৮ জুন ২০১৮

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত দুই নারীসহ ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে বিজিবি।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান জানান, হিলি সীমান্ত এলাকা মাদকমুক্ত করার জন্য বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন গ্রাম এলাকায় অভিযান চালানো হয়।

এসময় বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে নারীসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা আরও ছয় মাদক ব্যবসায়ীকে আটক করে।

হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আবু নাছের জানান, আটককৃতরা সকলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর কোনোদিন মাদক চোরাচালানি করবে না মর্মে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেয়া হয়।

আটককৃতরা হলেন আনারুল ইসলাম (৪৮), বাপ্পি মিয়া (২৫), মিন্টু শেখ(৩৫), লিয়াকত হোসেন মনা (৪৮), জুয়েল রানা (৩৮), নাজমুল হাসান (২৬), আরমান আলী (৪০), মোয়াজ্জেম হোসেন (৪৫), মিলন মিয়া (৩৭), রুপালি বেগম (৪০), নুরুজ্জামান (৩৫), বিউটি বেগম (৪০), আলমাস হোসেন (৩৮) আমিরুল ইসলাম (৩২)। এদের সকলের বাড়ি হিলি সীমান্ত এলাকায়।

এমদাদুল হক মিলন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।