তৃতীয় দিনের মতো হিলিতে আমদানি-রফতানি বন্ধ
আমদানি করা চাল দ্রুত খালাসের দাবিতে ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের বাধার মুখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনের মত পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বুধবার তৃতীয় দিনের মতো পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সকাল থেকে হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ট্রাক চালক ও সহকারীরা অবস্থান নিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এতে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারতীয় ট্রাকের চালক ও সহকারীরা জানান, এক মাসের বেশি সময় ধরে তারা চালবাহী ট্রাক নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত এসব ট্রাকের চাল খালাস করা হয়নি। সেই থেকে তারা এখানেই অবস্থান করছে। তাদের কাছে থাকা টাকাও শেষ হয়ে গেছে। ফলে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে বিপাকে পড়েছেন। চাল খালাস না করে তারা ভারতে যেতে পারছে না। এ কারণে তারা সোমবারে বন্দরের সড়কে অবস্থান নিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেন। বুধবার তা তৃতীয় দিনে গড়িয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আলোচনা সাপেক্ষে চাল খালাসের আশ্বাস দিয়েছিল ভারতীয় এক্সপোটার্স। সে কারণে সোমবার তারা অবরোধ তুলে নিয়েছিল। তবে মঙ্গলবার সকালে চাল খালাস না হাওয়ায় তারা আবারও সড়কে অবস্থান নিয়েছেন। এ জন্য হিলি আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।
এমদাদুল হক মিলন/আরএ/জেআইএম