মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৭ জুলাই ২০১৮

ফরিদপুরে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৬৭ আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। এ সময় ২৬৩ পিস ইয়াবা এবং ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯ উপজেলায় অভিযানে গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী ১০ জন, মাদক সেবনকারী একজন, নিয়মিত মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪৯ জন এবং সাজাপ্রাপ্ত ৪ জন। বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রুজু হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।