ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১২ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তিনি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রামপুর এলাকায় মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারের মৃত্যু হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।