এইচএসসিতে যশোর বোর্ডে সেরা খুলনা
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষ অবস্থানে রয়েছে খুলনা জেলা। এবার এ জেলায় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। যা গত বছর ছিল ৭৮.৬৬ শতাংশ।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, এবার খুলনা জেলার ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩ হাজার ৯৮০ জন পাস করেছে।
ফলাফল অনুযায়ী, গত বছরের ন্যায় এবারও শীর্ষে অবস্থান ধরে রেখেছে খুলনার সরকারি এম এম সিটি কলেজ। এ কলেজ থেকে ৮১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৮ শতাংশ। গত বছর ৯০৪ জন পরীক্ষার্থী ছিল। জিপিএ-৫ পেয়েছিল ৩০০ জন। পাসের হার ৯৬.৩৫ শতাংশ।
এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনার পর যশোরে পাশের হার ৬৩.৯৫ শতাংশ, কুষ্টিয়ার পাসে হার ৬১.৪২ শতাংশ, সাতক্ষীরা পাসের হার ৫৯.৯৬ শতাংশ, বাগেরহাটে পাসের হার ৫৯.৬৭ শতাংশ, ঝিনাইদহে পাসের হার ৫৭.৯৭ শতাংশ, চুয়াডাঙ্গায় পাসের হার ৫২.৯০ শতাংশ,মেহেরপুরে পাসের হার ৫২.৬৯ শতাংশ, নড়াইলে পাসের হার ৫২.৫৬ শতাংশ ও মাগুরার পাসের হার ৪৯.৪০ শতাংশ।
খুলনা জেলা যশোর বোর্ডের মধ্যে সেরা হওয়ায় এখানকার কলেজগুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম