বাইরে তালা, ভেতরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

ফরিদপুরে মমতাজ বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের চর কমলাপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মমতাজ বেগম ওই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি সুমন শেখের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে চর কমলাপুরের একটি বাসা থেকে মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। সুমন শেখ ওই বাসাটি গত ৪ আগস্ট ভাড়া নিয়েছিলেন। ওই বাড়িতে সুমন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার দে জানান, মরদেহ উদ্ধারের সময় ওই ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় একটি ওড়না গলায় পেঁচানো অবস্থায় মমতাজের মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। ওই সময় গৃহবধূর স্বামী ও দুই সন্তানকে পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বি কে সিকদার সজল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।