পুকুরে নেমেই ডুবে গেল শামীমা ও মোতাহারা
দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ঝাপুপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, ঝাপুপাড়ার সাইনুল ইসলাম মেয়ে শামীমা আক্তার (৬) ও মোজামের মেয়ে মোতাহারা (৭)।
প্রতিবেশীরা জানায়, শিশু শামীমা আক্তার ও মোতাহারা শিশুদের সঙ্গে খেলা করার সময় পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তাদের পানিতে ডুবে যেতে দেখতে পেয়ে অন্য শিশুরা তাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশু দুটিকে পানি থেকে তুলে আনেন। তাদের পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন শিশু দুটির মৃত্যু নিশ্চিত করে জানান, হাসপাতালে নেয়ার আগেই তারা মারা গেছে।
৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ বিষয়টি নিশ্চি করে জানান, শিশু দুটির মৃতদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে ।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর