গাছের সঙ্গে ধাক্কা লেগে রোলার চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুরের বিরামপুরে রাস্তা কার্পেটিং করার সময় গাছের সঙ্গে রোলারের ধাক্কায় চালক মো. হুমায়ন কবির (৩০) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত রোলার চালক মো. হুমায়ন কবির দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের মানপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

বিরামপুর উপজেলা সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, কাটলা দক্ষিণ রামচন্দ্রপুর থেকে দক্ষিণ দামোদরপুর গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় কার্পেটিং এর কাজ চলছিল। সেখানে রণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে রাস্তাটি একটু নিচু করার সময় রোলারটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক হুমায়ন কবির রোলারের স্টেয়ারিংয়ের সঙ্গে বুকে ধাক্কা খেয়ে উপর থেকে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা প্রকৌশলী মামুদ জামান হুমায়ন কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজটির ঠিকাদার দিনাজপুরের মাইসা-মাহি এন্টারপ্রাইজ।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।