আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু জাতিকে সংবিধান উপহার দিয়ে বলেছিলেন, আমার প্রথম কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। কারণ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মানুষ কোনো দিনই বিচার পায়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৭ জনকে হত্যার মধ্য দিয়ে সেই সংবিধানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে যেন জাতির পিতা করা না হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয় সে জন্য কালো আইন তৈরি করা হয়েছিল। ২১ বছর পর ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর কন্যা কালো আইন বাতিল করে, নতুন আইন প্রণয়ন করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। তারপর থেকে আমরা অনেক বিচার পেয়ে আসছি।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবন উদ্বোধন ও জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দেশের বিচার ব্যবস্থা যদি ঠিকমতো না চলে তাহলে দেশের উন্নয়নের সুফল মানুষ পায় না । দেশে আইনের শাসন আছে বলে মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। আমরা নাকি গণতন্ত্র শেষ করে দিয়েছি। কিন্তু বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৭ জন হত্যার বিচার তো করতে দেয়া হয়নি, এমন কি একটি জিডিও করতে দেয়া হয়নি, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা- এটা কোন গণতন্ত্র ছিল? আমরা জনগণকে আইনের শাসন ফিরিয়ে দিয়েছি। ভোটের অধিকার নিশ্চিত করেছি। দেশে পরিবেশ তৈরি হয়েছে স্বাধীনভাবে ভোট দেয়ার।

আইনমন্ত্রী বলেন, আগে বিচারকদের এজলাস শেয়ার করতে হতো। সকালে একজন বিচারক বসতেন আবার বিকেলে আরেকজন বিচারক বসতেন। বিচার বিভাগ পৃথক করার কারণে অনেক পরিবর্তন এসেছে। এখন আর সেই অবস্থা নেই। আগামী ৫০ বছরও বিচারকদের আর এজলাস সংকট হবে না। মামলার জট কমানোর জন্য সরকার জুডিশিয়াল অ্যাক্ট তৈরি করছে।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তহিদুল হক সরকার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আয়েজ উদ্দিন ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জজ মিশকাত শুকরানা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. আরিফুল ইসলাম।

মন্ত্রী তার ভাষণ শেষেজেলা আইনজীবী সমিতি ভবন নির্মানের জন্য ১ কোটি টাকা এবং স্থানীয় সাংসদ হুইপ ইকবালুর রহিম ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

এর আগে সকাল ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ শহীদ বড় ময়দানে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম এমপি ।

উন্নয়ন মেলায় উদ্বোধণী অনুষ্ঠানে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, পদ্মা সেতু থেকে ক্রিকেট, মহাকাশ থেকে সমুদ্র এমন কি জনগণের উন্নয়ন কোন কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ এড়িয়ে যায়নি। তিনি বলেন,উন্নয়নের যে কথা শুনেছি তা যদি হয়ে থাকে তাহলে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী থাকবেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।