গুজব ছড়িয়ে আ.লীগ এমপির বিরুদ্ধে জুতা মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২০ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির শনিবারের জনসভাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই চলছিল মাইকিং।

সড়কগুলোতে তৈরি করা হয়েছিল দীপু মনির আগমনী বার্তার গেট। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী স্থানীয় এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল এই জনসভার আয়োজন করেন।

জনসভা উপলক্ষে প্রায় এক লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল নৌকার মঞ্চ। কিন্তু শুক্রবার হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট। জনসভাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তানভীর হাসান ছোট মনির, ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ও খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির লোকজন।

তারা স্থানীয় এমপি খন্দকার আসাদুজ্জামান ও তার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় গোপালপুর পৌর শহরে জুতা মিছিল বের করেন। সেই সঙ্গে গোপালপুর ও ভূঞাপুরে নির্মিত তোরণ ও বিলবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। পরে কুশপুত্তলিকা দাহ করা হয় এমপি খন্দকার আসাদুজ্জামান ও তার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের। সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার মধ্যরাতে বন্ধ হয়ে যায় দীপু মনির জনসভা। পরে সকাল থেকেই মঞ্চের জিনিসপত্র আয়োজকরা সরিয়ে নেন।

jagonews

স্থানীয় সূত্র জানা যায়, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নামে গত ১৩ অক্টোবর উপজেলার হেমনগর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা ডাকা হয়। এতে প্রধান অতিথি করা হয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিকে। কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান তার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলকে জনসভায় দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন এমন গুজব ছড়িয়ে পড়ে সর্বত্র।

ওই গুজব থেকেই ক্ষোভ বাড়তে থাকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তানভীর হাসান ছোট মনির, ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ও খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির লোকজনের মাঝে। পরে আগের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর এবং পরবর্তীতে ১৯ অক্টোবর শুক্রবার নির্ধারণ করা হয়। কিন্তু দুর্গাপূজার দশমীর কারণে আবারও পিছিয়ে ওই জনসভা পরের দিন অর্থাৎ শনিবার বিকেল ৩টায় করা হয়।

জেলা আওয়ামী লীগের কোন্দল নিরসন করতে অপারগতা প্রকাশ করায় উপজেলা আওয়ামী লীগের সম্মতি ছাড়াই স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের একক সিদ্ধান্তে শনিবার জনসভার দিন ঘোষণা দেয়া হয়।

এতে আওয়ামী লীগের অপর চার মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অনুসারী নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় গোপালপুর পৌর শহরে জুতা মিছিল বের করেন। সেই সঙ্গে গোপালপুর ও ভূঞাপুরে নির্মিত তোরণ ও বিলবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। দাহ করা হয় এমপি খন্দকার আসাদুজ্জামান ও তার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের কুশপুত্তলিকা। মঞ্চ পাহাড়ায় নিয়োজিত রাখা হয় পুলিশ। সন্ধ্যার পর থেকে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। দেখা দেয় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা। পরে অবস্থার বেগতিক দেখে মধ্যরাতে বন্ধ হয়ে যায় দীপু মনির জনসভা।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান নিজের ছেলে মশিউজ্জামান রোমেলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার জন্য কৌশলে এই জনসভার আয়োজন করেছেন। জনগণ এই ষড়যন্ত্র মেনে নেয়নি। তাই এমপির বিরুদ্ধে জুতা মিছিল করেছেন নেতাকর্মীরা।

jagonews

অপর মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির বলেন, এমপি খন্দকার আসাদুজ্জামান জেলা ও উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে নিজের অযোগ্য ছেলেকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার জন্য একজন কেন্দ্রীয় নেত্রীকে ভুল বুঝিয়ে শনিবার জনসভার আয়োজন করেন। জনগণ এই ষড়যন্ত্রমূলক জনসভাকে প্রত্যাখ্যান করেছেন।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, স্থানীয় সংসদ সদস্য এই জনসভা চাপিয়ে দিয়েছেন। তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়। তাই সন্ধ্যায় সংসদ সদস্য ও তার ছেলের বিরুদ্ধে জুতা মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

জনসভা পণ্ডের বিষয়ে কথা বলতে খন্দকার মশিউজ্জামান রোমেলের মোবাইলে বার বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, জনসভার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু আয়োজকরা স্বেচ্ছায় তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। পরে সকাল থেকেই তারাই মঞ্চের জিনিসপত্র খুলে নেয়। তবে এখনও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।