রাস্তার ওপর রক্তাক্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

কক্সবাজারে সড়কের ওপর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ মৈইষকুম এলাকার নাইক্ষ্যংছড়ি চেক পোস্টের সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রামু থানা পুলিশের ওসি আবুল মনসুর বলেন, মরদেহটি আন্তজেলা ডাকাতদলের সদস্য আবদুল্লাহর। আবদুল্লাহ রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

ওসি আবুল মনসুর আরও বলেন, রাস্তার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয়রা তাকে ডাকাত আবদুল্লাহ বলে শনাক্ত করেছেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষে আবদুল্লাহ নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।