সৈয়দ আশরাফের পক্ষে ভোটের মাঠে পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে তার হয়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন দলের পাশাপাশি তার পরিবারের সদস্যরা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম অনেক দিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থাতেই তাকে মনোনয়ন দেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচন পরিচালনায় মাঠে নেমেছেন তার ভাই-বোনসহ আত্মীয়রা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

বুধবার সকালে হোসেনপুর উপজেলা সদরে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে সৈয়দ আশরাফুল ইসলামের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন, সৈয়দ আশরাফের ভাই মেজর জেনারেল অব. সাফায়েতুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এতে অংশ নেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

বক্তারা বলেন, সৈয়দ আশরাফ একটি আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। তাই আগামী নির্বাচনে জনগণ তাকে আবারও নির্বাচিত করে সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরিয়ে আনবেন।

নূর মোহাম্মদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।