শেখ হাসিনার আগামীকালের নির্বাচনী জনসভা ফরিদপুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর-৩ আসনে নির্বাচনী জনসভা করবেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এদিন বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জনসভায় শেখ হাসিনা বক্তৃতা দেবেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন ও জনসভা ঘিরে ফরিদপুরে বইছে উৎসবের আমেজ। সর্বস্তরের নেতাকর্মীরা নেত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত। সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। জনসভা সফল করতে দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম জানান, নেত্রীর আগমনে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এ আসনে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এ সভা সফল করতে আমরা সব ধরনের প্রস্ততি নিয়েছি। আশা করছি জনসভা জনসমুদ্রে রূপ নেবে।

বি কে সিকদার সজল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।