অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
প্রতিকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

একই সঙ্গে এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কয়েকজন শিশু মহিলা কলেজ মাঠে খেলতে যায়। এ সময় কলেজের অধ্যক্ষ কয়েকজন শিশুকে কলেজ দেখানোর কথা বলে ভবনের একটি রুমে নিয়ে যান।

সেখানে তাদের বিস্কুট খাইয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ওই দুই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে সবাইকে বের করে দেন। পরে দরজা আটকিয়ে ওই দুই ছাত্রীকে জড়িয়ে ধরেন অধ্যক্ষ হারুন অর রশিদ।

এ সময় তারা চিৎকার করলে এক ছাত্রীর মা এসে কলেজের প্রধান ফটকে তালা আটকানো দেখতে পান। তার চিৎকারে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ রুমের তালা খুলে দেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও একটি মেয়েকে ডেকে নিয়ে ওই অধ্যক্ষ তার কক্ষে আটকিয়ে শ্লীলতাহানি করেছিলেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ হারুন অর রশিদকে আটক করা হয়েছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।