সখীপুরের ওসির প্রত্যাহার দাবি
টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঐক্যফ্রন্ট।
শনিবার দুপুরে সখীপুর প্রেস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কুড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন পেন্ডিং মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, জামিন প্রাপ্তদের আইনের অপপ্রয়োগের মাধ্যমে পুনরায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারের গেটে থেকে গ্রেফতার করছেন ওসি মো. আমির হোসেন। তাই তার প্রত্যাহার দাবি করছি আমরা।
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মাস্টার এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর বিজয় ঠেকাতে আইনের অপপ্রয়োগে লিপ্ত রয়েছেন ওসি মো. আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ঐক্যফ্রন্ট নেতা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ