নির্বাচনে প্রার্থী পরিবর্তন স্বাভাবিক ব্যাপার : বাদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেছেন, নির্বাচনে প্রার্থী পরিবর্তন স্বাভাবিক ব্যাপার। মান-অভিমান থাকতে পারে কিন্তু দল, নৌকা ও উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুন রহমান বাদল এবারও দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুলকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

বাদল বলেন, পাঁচ বছর দল ও কাজের স্বার্থে অনেক নেতাকর্মীকে বকা দিয়েছি। হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন। এসব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বুলবুলের পক্ষে নৌকায় ভোট চেয়ে বাদল বলেন, শেখ হাসিনা বুলবুলের হাতে নৌকা তুলে দিয়েছেন। তাকে নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিতে হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বাদল আরও বলেন, ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চেয়ে বিজয় আনতে হবে। বুলবুল ভাই সঠিক নেতৃত্ব দিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাবেন।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী এবাদুল করিম বুলবুল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জাকির আহমেদ ও সদস্য মোর্শেদ হোসেন কামাল প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।