শহীদ জননী আলমাস খাতুন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের মা ও শহীদ জননী আলমাস খাতুন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমার ছেলে হলদিয়ার পালংয়ের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশ বছর। তিনি উখিয়া উপজেলার হলদিয়ার পালংয়ের রুমখা মাতব্বর পাড়ার মৃত ছৈয়দ হোসাইনের স্ত্রী।

তিনি আট ছেলে ও এক কন্যা সন্তানের জননী। তার প্রথম ছেলে এটিএম জাফর আলম মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হানাদারদের হাতে শহীদ হয়েছিলেন।

আলমাস খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।