কক্সবাজারের ৫১৩ কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি আসনের ৫১৩টি ভোট কেন্দ্রের সবগুলোকেই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেভাবেই ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন। 

নির্বাচনে করণীয় সম্পর্কে জানাতে শনিবার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিয়ম সভায় জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখসহ পদস্থ কর্মকর্তা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক কামাল হোসেন জানান, কক্সবাজারের চার আসনে মোট প্রার্থী ২৯ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সোহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। তিনি আরও বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে ৪টি সংসদীয় আসনে উপজেলা ভিত্তিক ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ ও সরবরাহে খোলা হয়েছে আসন ভিত্তিক কন্ট্রোল রুম। 

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে জেলায় সব নৌ ও মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে থার্টি ফাস্ট নাইটের সব অনুষ্ঠান। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সার্ভিস টিম। সেভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সারা রাত পোস্ট অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। স্থাপন করা হয়েছে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র। 

এ সময় কার্ড প্রাপ্ত সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসক। জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র সংখ্যা কয়টি সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ শব্দটি ব্যবহৃত হবে। সে হিসেবে জেলার প্রতিটি কেন্দ্র গুরুত্বপূর্ণ ধরেই আমরা প্রস্তুতি নিয়েছি।

নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, নৌ-বাহিনী, কোস্টগার্ডের সঙ্গেও সমন্বয় করে আমরা কাজ করছি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে পারবেন বলে মনে করেন তিনি।  গত দুদিন ধরেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা মহড়া জোরদার করেছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি বহমান থাকবে বলে উল্লেখ করেন এসপি।

উল্লেখ্য, কক্সবাজারে চার সংদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫১৩টি। এসব কেন্দ্রে এবার মোট ১৩ লাখ ৬৮ হাজার ৮২ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। 

সায়ীদ আলমগীর/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।