পেকুয়ায় বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় আব্দুল্লাহ আল ফারুক (২২) নামে এ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাদবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল ফারুক রাজাখালী ইউনিয়নের উলাচিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে। হামলায় ফারুকের চাচা আবু তালেব ও আব্দুল নওশের আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলাকালে বিএনপি-জামায়াতের কিছু লোক কেন্দ্রের বাইরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে ফারুক, আবু তালেব ও আব্দুল নওশেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ