পর্যবেক্ষক পাস দেয়া হয়নি কক্সবাজারের সাংবাদিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারের জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদের রিটার্নিং অফিসার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ)’র শাখা সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কোনো সদস্যের নামে পর্যবেক্ষণ পাস (কার্ড) ইস্যু করেননি বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি ও সম্পাদক।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির দাবি, ‘জেলার প্রকৃত, পেশাদার ও সিনিয়র সাংবাদিকরদের নামে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে কার্ড ইস্যু না করা ন্যাক্কারজনক ঘটনা। এর মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করেছেন। সাংবাদিকদেরকে কার্ড ইস্যু না করে পেশাগত দায়িত্ব পালন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, ‘বিকাল থেকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাংবাদিকদেরকে জেলা প্রশাসনের কার্যালয়ে বিফ্রিং শেষে কার্ড প্রদান করা হবে মর্মে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার আশ্বাস দেন। সে হিসেবে কিছু কার্ড সরবরাহ করা হলেও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যদের রাত ১০টার দিকে দেয়া হবে বলে জানানো জয়; কিন্তু রাত ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যদের নামে কোনো কার্ড দেয়া যাবে না।’

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি সিনিয়র সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও নিউ এজ-এর জেলা প্রতিনিধি মুহম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ ও বিএফইউজে একাংশের যুগ্ম-মহাসচিব জিএএম আশেক উল্লাহ যুক্ত বিবৃতিতে এর নিন্দা জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন মতবিনিময় সভায় উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ পাস ইস্যু করা হয়েছে। কার্ড সরবরাহে বিশেষ গোষ্ঠির ক্লিয়ারেন্স বিশেষভাবে প্রাধান্য পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।