শুধুই চেয়ে দেখলেন ঘর পোড়ার দৃশ্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় ৬টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আসবাব ও প্রয়োজনীয় পণ্যসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফ জানান, মাইজপাড়ায় মৃত পেঠান আলীর ছেলে আবু বকরের বাড়িতে আগুন লাগে। মুহূর্তে লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে ৬টি বাড়ি চোখের সামনে পুড়ে যায়। আশপাশে কোনো পানি না থাকায় স্থানীয়রা আগুন নেভাতে না পেরে শুধু চেয়ে দেখেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু তালেব জানান, বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ও আসবাবসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জামিরুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়টি কেউ অবহিত করেনি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে লিখিত আবেদন দিলে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।