৯৯৯-এ ফোন, কবরস্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের একটি কবরস্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শিমরাইলকান্দি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা।

জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে স্থানীয় ফিরোজ মিয়া ও পাবেল মিয়া নামে দুই ব্যক্তি কবরস্থানে নবজাতকের মরদেহ পড়ে থাকার খবর দেন বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল।

তিনি বলেন, একটি কার্টনের ভেতরে করে কে বা কারা ওই ছেলে নবজাতকের মরদেহ কবরস্থানের ভেতরে ফেলে যায়। পরে জরুরি সেবার হটলাইনে কল করে ফিরোজ ও পাবেল বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে আজকেই নবজতাকটি ভূমিষ্ঠ হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।