৯৯৯-এ ফোন, কবরস্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের একটি কবরস্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শিমরাইলকান্দি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা।
জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে স্থানীয় ফিরোজ মিয়া ও পাবেল মিয়া নামে দুই ব্যক্তি কবরস্থানে নবজাতকের মরদেহ পড়ে থাকার খবর দেন বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল।
তিনি বলেন, একটি কার্টনের ভেতরে করে কে বা কারা ওই ছেলে নবজাতকের মরদেহ কবরস্থানের ভেতরে ফেলে যায়। পরে জরুরি সেবার হটলাইনে কল করে ফিরোজ ও পাবেল বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে আজকেই নবজতাকটি ভূমিষ্ঠ হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস