‘প্রশাসনের লোক’ সেজে তল্লাশি করতে গিয়ে ধরা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘প্রশাসনের লোক’ সেজে বিভিন্ন গাড়িতে তল্লাশির সময় আনোয়ার হোসেন (২৩) ও খোকন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া বাজার থেকে আটকের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায় বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে ওই দুই যুবক ‘প্রশাসনের লোক’ সেজে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিল। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের দুজনের বাড়ি জেলার কসবা উপজেলায়।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তারা প্রশাসনের কেউ নন। তবে কেন তারা গাড়ি তল্লাশি করছিল সেটি আমরা তদন্ত করে দেখছি। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস