রোগী দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে ডাক্তার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৪ মে ২০১৯

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডাক্তারসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুই স্থানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল, নগদ টাকা ও ডাক্তারের চিকিৎসার যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ে বাধা দিলে ডাক্তার মোস্তাফিজুর রহমানের ডান হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঢাকা থেকে ভৈরব শহরের নিউটাউন এলাকায় অবস্থিত মেঘনা হাসপাতালে প্রতি শুক্রবার রোগী দেখতে আসেন ডাক্তার মোস্তাফিজুর রহমান।

আহত অপর ব্যক্তির নাম আমজাদ হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী। তার বাড়ি ভৈরব শহরের চন্ডিবের এলাকায়। তাকেও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সময় হঠাৎ দুইজন ছিনতাইকারী রিকশা থামিয়ে আমার ওপর আক্রমণ চালালে আমি বাধা দেই। এ সময় তারা আমাকে ছুরিকাঘাত করে মোবাইল ও যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ডাক্তার মোস্তাফিজুর রহমান শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতাল থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। পৌর কবরস্থানের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে একটি মোবাইল ও চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে যায়।

এ ঘটনার আধা ঘণ্টা পর ভৈরবের ব্যবসায়ী আমজাদ হোসেন রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তাকে কিলঘুষি দিয়ে আহত করা হয়।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার বলেন, দুটি ছিনতাইয়ের ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। তারা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।