টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১১ মে ২০১৯

টাঙ্গাইলের চারাবাড়ি সড়কের সন্তোষে বালুভর্তি ট্রাকের ওজনে বেইলি ব্রিজ ভেঙে জেলার পশ্চিম চরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে লালপুল নামে খ্যাত ওই বেইলি ব্রিজে বালুভর্তি একটি বড় ট্রাক উঠলে ব্রিজটি হেলে পড়ে। এ সময় ট্রাকটি দ্রুত ব্রিজ পার হয়ে সড়কে উঠে পড়ে। এর কিছুক্ষণ পরই ব্রিজটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tangail-Bridge-Destroy

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হলেও দীর্ঘদিন যাবৎ সেটি ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিজটি যদি এখন এ অবস্থায় পড়ে থাকে তাহলে ভোগান্তি পোহাতে হবে তাদের। তাই দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানান তারা।

Tangail-Bridge-Destroy

এ প্রসঙ্গে টাঙ্গাইলের এলজিইডির প্রধান প্রকৌশলী মো. গোলাম আযম জানান, ব্রিজটি জেলার আঞ্চলিক সড়কে চলাচলে ব্যবহৃত হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত বিকল্প ব্যবস্থা করা হবে। এছাড়া অতি দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।