টাঙ্গাইলে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৩ জুন ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার মধ্যরাতে উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া এলাকার ফজলুল করিমের ছেলে মিজানুর রহমান (২২) এবং একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।

তাদের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা, ১৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৩শ টাকা এবং মাদক মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এসব তথ্য জানান।

তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সুকৌশলে সখীপুর উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং ইয়াবার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরিফ উর রহমান টগর/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।