ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৩ জুন ২০১৯

যশোরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুর সুরক্ষা ও উন্নয়ন সাধন প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার যশোর শহরের একটি রেস্টুরেন্টে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার মুকছুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সখিনা খাতুন, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা সাঈদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার সাবেক কমিশনার কাজী নাজির আহম্মেদ মুন্নু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, টিটিসি জব প্লেসমেন্ট সেল ইনচার্জ প্রদীপ কুমার কর, এডাব’র সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু, আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান, শ্রমিক নেতা আবু জাফর বাচ্চু, কর্মজীবী শিশু মিথিলা প্রমুখ।

মিলন রহমান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।