গ্রীন লাইনের বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৯ জুন ২০১৯

বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী নামক স্থানে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় আলহাজ শাহাদত হোসেন নেদু (৫৫) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেন নেদু বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানান, আমড়াখালীর নিজস্ব গোডাউনের নির্মাণ কাজ দেখে মোটরসাইকেলে করে শাহাদত হোসেন নেদু বেনাপোলের দিকে আসছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের ঢাকাগামী একটি এসি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই শাহাদত হোসেন নেদু মারা যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রীন লাইনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।