বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম জয়কে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার সুকৌশলে বাড়ি থেকে বের করে আনে রফিকুল ইসলাম জয়। পরে সোনাইমুড়ী উপজেলার রসুলপুর গ্রামে জামাল মিয়ার নতুন বাড়ির একটি ঘরে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে রফিকুল ইসলাম জয়, তার দুই বন্ধু সাজ্জাদ হোসেন বাবু ও সাইফুল ইসলাম।
বিষয়টি স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং ঘটনার মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জয়কে আটক করা হয়। ওই তরুণীকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ