মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার মাথায় মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ জুলাই ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মায়ের মৃত্যুর ১২ ঘণ্টা পর মারা গেছেন মেয়ে। শুক্রবার বিকেলে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি আবু নাছের বলেন, শুক্রবার ভোর পাঁচটার দিকে আবুল কাশেম ওরফে ধনু মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৬০) ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেয়ে ফেরদৌস আরা (৪০) বাবার বাড়িতে আসেন।

বিকেল ৫টায় জানাজা শেষে মায়ের লাশ দাফন করার আধঘণ্টা পর ফেরদৌস আরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।