শার্শায় ১১ মামলার আসামি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:১৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

যশোরের শার্শা উপজেলায় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবাসহ সুজন (৩৫) নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িখালি নামক স্থান থেকে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সুজন উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালি নামক স্থানে অপেক্ষা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রেফতার সুজনকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।