ব্যবসায়ী নুনু মিয়া দু’দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

সিলেটে মো. নুনু মিয়া নামে এক ব্যবসায়ী দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারের আল হামরা বস্ত্র বিতানের মালিক ও সংবাদপত্র ব্যবসায়ী। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ছোটভাই লুৎফুর রহমান জানান, গত শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নুনু মিয়া সিলেট শহরের বাসায় যাওয়া উদ্দেশ্যে আজিজপুর বাজার ত্যাগ করেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার সকাল ১০টা পর্যন্ত তার মোবাইলে রিং হলেও রিসিভ হয়নি। এরপর থেকে মোবাইল বন্ধ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে অনুসন্ধানের পরও তার খোঁজ পাননি।

ভাইয়ের সন্ধান চেয়ে তিনি এ ব্যাপারে যে কোনো প্রয়োজনে ০১৭২১২২৬২৯১ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানান।

এদিকে মো. নুনু মিয়া নিখোঁজের ঘটনায় তার বড় ভাই মো. দুদু মিয়া রোববার (২২ ডিসেম্বর) রাতে বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান চৌধুরী জানান, নুনু মিয়াকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ছামির মাহমুদ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।