স্কুলছাত্রদের মোটরসাইকেল না কিনে দেয়ার আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম এলাকায় ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বনগ্রাম হাই স্কুল মাঠে জানাজা নামাজ শেষে শমেসপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজা নামাজের আগে নিহত স্কুল ছাত্রদের বাড়িতে যান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। দুই স্কুলছাত্র নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এ সময় স্কুলছাত্রদেরকে বাবা-মা যেন মোটরসাইকেল কিনে না দেয় সে ব্যাপারে নির্দেশ দেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

faridpur-(1)

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যরা। এ সময় তাদের সান্ত্বনা দেন তিনি।

জানাজা নামাজে আরও অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কৈজুরী ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল ও জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম এলাকায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয় বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি মোল্যা (১২) ও ৭ম শ্রেণির ছাত্র আসিফ ব্যাপারী।

নিহত রাব্বী শমেসপুর গ্রামের ফারুক মোল্লার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাব্বী ছিল সবার ছোট। অপর নিহত আসিফ ব্যাপারী একই গ্রামের ছত্তার ব্যাপারীর ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে আসিফ ছিল বড়।

বি কে সিকদার সজল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।