ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই গরু ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

ফরিদপুরে ট্রাকচাপায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই গরু ব্যবসায়ী হলেন, ঈশান গোপালপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন মুন (৪১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, ওই দুই গরু ব্যবসায়ী খলিলপুর থেকে শিবরামপুরের দিকে আসছিলেন। ঘনশ্যামপুর এলাকায় একটি অটোবাইককে ওভারটেক করতে গিয়ে শিবরামপুর থেকে খলিলপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, এ দুর্ঘটনায় ইদ্রিস পাল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর মোটরসাইকেল আরোহী মানায়েম হোসেন। দুপুর ২টার দিকে আহত মোনায়েমকে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

বি কে সিকদার সজল/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।