ছিনতাইকারীর পিছু নিয়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৭ মার্চ ২০২০
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল অদুদ পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের জানালার বাহির থেকে কতিপয় ব্যক্তি তার মোবাইলটি ছিনিয়ে নিলে রকিবুল তাদের পিছু নেন। ছিনতাইকারীদের পেছন পেছন রেলস্টেশন থেকে ৭ নম্বর লাইনের দিকে গেলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।